ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে নিয়ে টেলিফিল্ম ‘সেই আমি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর অবদানের কথা স্মরণ করে তার জীবনী নিয়ে এই প্রথম বিজয় দিবসের জন্য নির্মাণ করা হয়েছে টেলিফিল্ম ‘সেই আমি’। 

দীপু হাজরার পরিচালনায় টেলিফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান। অভিনয় করেছেন- আরমান পারভেজ মুরাদ, নাজনীন হাসান চুমকী, রুনা খান, সমাপতি মাসুক, সায়েম সামাদ, আজম খান, অরিত্রা সহ আরও অনেকে। 

টেলিফিল্মটি চ্যানেল আই এর বিজয় দিবয়ের বিশেষ অনুষ্ঠানমালায় আজ শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।

গল্পের ধারাবাহিকতায় টেলিফিল্মটিতে দেখা যায়, মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান আর্মি থেকে পালিয়ে আসলে তৎকালীন পশ্চিম পাকিস্তানি মিলিটারী তাকে খুজতে তার গ্রামের বাড়ি যায়। সেখানে খুজে না পেয়ে এক রাজাকারের সহযোগিতায় উপস্থিত হয় তার নানা-নানীর বাড়িতে। তাদের ধারণা এ বাড়িতেই জাহাঙ্গীরকে পাওয়া যাবে। বিষয়টি তেমন হয়নি কারণ ইতোমধ্যে জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে চাঁপাইনাবাবগঞ্জে যুদ্ধে লিপ্ত হন। মিলিটারিরা তাকে না পেয়ে তার নানা-নানীকে ঘরের দরজা-জানালা বন্ধ করে পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। এভাবেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি