ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বুড়িগঙ্গায় নিখোঁজ জবি শিক্ষার্থীর লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. আরিফুল ইসলামের লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গা নদীতে। তার মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। গতকাল সোমবার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হয়ে ছিল।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব তথ্য জানিয়েছে। কেরাণীগঞ্জ এলাকায় তার ব্যাগ ও অন্যান্য ব্যবহার্য্য উপকরণ পাওয়া গেলেও তার কোন অনুসন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় তার ভাই রাশেদুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, আরিফুলের মরদেহ পাওয়া গেছে দক্ষিণ কেরানীগঞ্জের ওসি আমাদেরকে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, তার পিতার নাম মইনুদ্দিন, মাতার নাম শাহীদা খাতুন এবং তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার মারুফদাহ গ্রামে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি