ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বৃহস্পতিবার পদত্যাগের বিষয় জানাবেন সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দফতরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পদত্যাগ কবে করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাব। ওইদিন বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার ১২টায় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।

কেআই//  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি