ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বেগমগঞ্জে দোকান ঘর দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ২০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে দোকান ঘর দখলের চেষ্টা, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

আজ রোববার সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। 

লিখিত বক্তব্যে দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহীম খলীল ও মোহাম্মদ কবির হোসেন সুজন জানান, ‘আমরা দুই ভাই প্রায় ১০ বছর যাবত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। কিন্তু কিছু দিন থেকে আমার বাবার সৎ ভাইয়েরা ভুয়া কাগজপত্র তৈরি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা ন্যায় বিচারের স্বার্থে এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি