ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেনাপোলে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৮, ৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (৯ জানুয়ারী) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর খেয়াঘাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মৃত আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম (৪০), একই এলাকার শাহ আলমের ছেলে আরজু ইমরান (১৯) ও বড় আচঁড়া গ্রামের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে পুলিশ বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর খেয়াঘাটপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি