ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বেনাপোলে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া বটতলা নামক স্থান থেকে আবু বাক্কার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু বাক্কার বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শনিবার ভোরের দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে লাশ দেখতে এসে একজন লাশটি সনাক্ত করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি