ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বেনাপোলে ১৭ অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক

প্রকাশিত : ১৯:১৭, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্ত থেকে ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এদের মধ্যে ১১ জন মহিলা ও ৬ জন পুরুষ রয়েছে।শুক্রবার (১২ এপ্রিল) সকালে বেনাপোলের গাতীপাড়া তেরঘর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

আটকরা সবাই চোরাকারবারী বলে এলাকাবাসী জানিয়েছে। ভারত থেকে আসার সময় তাদের কাছে কোন অবৈধ মালামাল না পাওয়ায় বিজিবি তাদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের ফজলুল রহমানের ছেলে রনি মিয়া (২২), আব্দুস সাত্তারের ছেলে ফারুক হোসেন (৩৩), খলিল মন্ডলের ছেলে আহসান (৩৫), আবদুস সাত্তারের ছেলে মনিরুজ্জামান (২৫), খোছতার আলীর ছেলে লালটু (২৫), মতিয়ার রহমানের ছেলে সোহেল (২৫), রেজাউল ইসলামের স্ত্রী মমতা (৪০), কালুর স্ত্রী আছমা (৩০), বড়আঁচড়া গ্রামের আব্দুল রশিদের স্ত্রী হাসিনা (৪৫), যশোর শংকরপুর এলাকার বেলাল মিয়ার স্ত্রী পান্না (৩০), ইছহাক মিয়ার স্ত্রী চন্দনা (২০), সিরাজ মিয়ার স্ত্রী শাহানাজ (৫০), আলমগীর হোসেনের স্ত্রী  টুম্পা (৩০), জহিরুল ইসলামের স্ত্রী শাহিদা (৬০), আসলামের স্ত্রী জোসনা (৩৬), ইদ্রিস আলীর স্ত্রী নুর জাহান (৫৫) ও যশোর শেখহাটি গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী ফরিদা (৫৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন জানান, গোপন খবরে জানা যায়, গাতিপাড়া সীমান্তের বিপরীতে ভারতের ১৩ ঘর এলাকায় একদল নারী-পুরুষ অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় নজরদারি বাড়ায়। এক পর্যায়ে অবৈধ অনুপ্রবেশকারীরা এপারে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রেবশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি