ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩ জন অভিযুক্ত

প্রকাশিত : ১২:১১, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১২:১১, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ১২ জনের মধ্যে ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। সামির, মোস্তফা এবং জাওয়াদ- এই তিন জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বাকি ৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার ভোররাতে বেলজিয়ামসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে, জনগণের নিরাপত্তা রক্ষায় আইনশৃংখলা বাহিনীকে সচেষ্ট থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী চার্লস মিশেল। তবে এমন পরিস্থিতে নিরাপত্তা ঝুঁকি মাত্রা তিনেই থাকবে জানিয়ে  জনগনকে শান্ত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি