ব্র্যাক এর উদ্যেগে টি২০ ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশিত : ২১:০৬, ২০ মে ২০১৮

বিভিন্ন ডিভিশনের আটটি দল নিয়ে একটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ৫ মে, ২০১৮ ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে ইমার্জিং ভিলেইন্স (ইমার্জিং কর্পোরেট) কে পরাজিত করে বিবিএল টেক স্ট্রাইকার্স (টেকনোলজি) চ্যাম্পিয়ন হয়।
ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
এছাড়া ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই খেলায় উপস্থিত ছিলেন। একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে কর্মীদের উৎসাহিত করে।
এসি
আরও পড়ুন