ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

বড় ধরনের জঙ্গিবাদ থেকে দেশ রক্ষা পেয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৩ মে ২০১৭ | আপডেট: ১৫:৩০, ৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের জঙ্গিবাদ থেকে দেশ রক্ষা পেয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্সে নীতিতে চলছে উল্লেখ করে সবাইকে সজা থাকার আহবান জানান তিনি। গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি জেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিভাগের ১৩ টি জেলার সাধারণ মানুষের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম ও সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। বলেন, জঙ্গিবাদের মাধ্যমে মানুষকে ভুল পথে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামকে হেয় করার চেষ্টা চলছে।

এসময় তিনি ইসলামের অপব্যাখ্যা রোধে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানান।

এর আগে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি জেলার ১০ উপজেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করে সুবিধাভোগী পরিবারগুলোর সাথে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের আগেই প্রতিটি মানুষের গৃহসংস্থান হবে।

তিনি আরো বলেন, দারিদ্রতার হাত থেকে দেশ সেদিনই মুক্ত হবে, যেদিন প্রতিটি মানুষের গৃহসংস্থান হবে।

 

https://youtu.be/u_eJMzNs_RM





Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি