ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ভরা মৌসুমেও দাম কমছে না ইলিশের [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কাঁচাবাজারে ভরা মৌসুমেও দাম কমছে না ইলিশের। কেজিতে ৫টাকা বেড়েছে পেঁয়াজ, আদা বেড়েছে ৪০টাকা। গরুর মাংসের দাম বাড়লেও মুরগীর দাম কমেছে। এদিকে এখনও কাঁচাবাজারে ঈদছুটির প্রভাব, ক্রেতা কম।  

ছুটির দিনে কারওয়ানবাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড় থাকার কথা, অথচ উল্টোচিত্র। ঈদছুটি শেষ হলেও এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর জনজীবন। তাই কাঁচাবাজারে ক্রেতা কম।  

এখন রূপালি ইলিশের ভরা মৌসুম। অথচ চাহিদা-যোগানের মারপ্যাচে দাম চড়া। ৭/৮শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে হাজার/১২শ টাকায়।

ক্রেতা সংকটের প্রভাব পড়েছে সবজি বাজারেও। ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে সবরকমের সবজি।

৫টাকা বেড়ে কেজিপ্রতি পেয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আদার দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা।

এদিকে সয়াবিনসহ সব রকম মুদি পণ্যের দাম আছে আগের মতই। ঈদের আগে মশলার দাম বাড়লেও আরেক দফা বেড়েছে জিরা এবং এলাচের দাম।   

খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও কেজিতে বিশ টাকা বেড়ে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে হচ্ছে গরু। মুরগির মাংসের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

ভিডিও:  

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি