ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৭:৩৯, ১৫ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আপত্তিকর সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ অবশ্যই জানানো হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যদি কোনো ভুল বা দুর্নীতি দেখেন তাহলে সেটি আপনারা (দেশের সাংবাদিকরা) বলেন, আমার কোনো দ্বিধা নেই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা প্রতিবেদন প্রচার করবেন না। মিথ্যা সংবাদ প্রচার করলে বিষয়টি ভিন্নখাতে চলে যায়।

তিনি বলেন, ভারতীয় অনেক সাংবাদিক যে মিথ্যা সংবাদ প্রচার করে এটা সবাই জানে। যে কারণে ভারত যদি একটি সত্যি সংবাদ প্রচার করে, তারপরেও সবাই ধারণা করেন যে সেটিও মিথ্যা। ভারতের কিছু কিছু সাংবাদিকের কাজই মিথ্যা প্রতিবেদন করা। এর সবচেয়ে বড় প্রতিবাদ আপনারা (বাংলাদেশের সাংবাদিকরা) করতে পারেন। আপনারা আমাদের চেয়েও বড় শক্তি।

পুলিশের আস্থার বিষয়ে তিনি বলেন, কিছুটা উন্নতি হয়েছে। মুহূর্তের মধ্যে এ আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এ জন্য সময়ের প্রয়োজন। ট্রমার মধ্য দিয়ে গেছে, সেখানে সময় দিতে হবে। এ জন্য অস্থির হলে চলবে না। আর এখন কেন এত অস্থিরতা, প্রশ্ন রেখে উদাহরণ তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে মাদক বড় একটি সমস্যা। যারা মাদক বহন করে তাদের শুধু ধরছি, হোতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা হোতাদের ধরার চেষ্টা করছি। এ বিষয়ে সব বাহিনী কাজ করছে।

শেখ হাসিনার পতনের পর হওয়া মামলার বিষয়ে তিনি বলেন, মামলায় অনেক নির্দোষকে আসামি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি এমন মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনসে পৌঁছালে সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে বিভাগীয় আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন।


এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি