ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

ভারতীয় গণমাধ্যম নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ৩০ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৪২, ৩০ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার থেকেই একের পর এক অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। এনিয়ে প্রতিক্রিয়া জানানো হলেও থেমে নেই তাদের মিথ্যাচার। এমন প্রেক্ষাপটে, ভারতীয় গণমাধ্যম নিয়ে সমালোচনা করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে আমাদের পেছনে লেগে পড়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিৎ।’
 
বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘আগের সরকার কিছু কনসার্ন তৈরি করে গেছে। সম্পর্কে ভারত যদি আমাদের কনসার্ন অগ্রাধিকার দিত, তাহলে এই সংকট তৈরি হত না।’

উভয়ের স্বার্থ রক্ষার জন্যই দুদেশের সম্পর্ক হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাহলেই পানি, সীমান্ত হত্যাসহ (যুদ্ধ না চললেও সীমান্তে মানুষ মারা হয়) বিভিন্ন সমস্যা সহজে দূর করা সম্ভব।’
 
তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যমত না থাকায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। জাতীয় স্বার্থ যেখানে আছে, সেখানে জাতীয় ঐক্য থাকতে হবে।’
 
বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাজাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি