ঢাকা, শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশীকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৭, ১৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশী নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। 

বুধবার দিবাগত মধ্যরাতে ৫৫ বিজিবির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

নিহতদের সম্ভাব্য বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। 

তবে নাম এবং ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য অধিকতর তথ্য সংগ্রহ করতে সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি প্রচেষ্টা চালাচ্ছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম-পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে। 

৫৫ বিজিবি জানায়, গত ২/৩ দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় ৩ জন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে গোপনে প্রবেশ করে। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কায় সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। 

তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে। 

এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি