ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ভারতে ধর্ষণের অভিযোগে আরও এক ধর্মগুরু গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতে আরও একজন   ‘ধর্মগুরু’কে’ গ্রেফতার করা হয়েছেশনিবার ২১ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ফলাহারী মহারাজ নামের এই গুরুকে গ্রেফতার করে

পুলিশ জানায়, কথিত গুরুর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার জন্যে তাকে আলওয়ারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধর্ষিত ওই ছাত্রী জয়পুরে আইন বিষয়ে লেখাপড়া করছেন। তিনি গত ১১ই সেপ্টেম্বর পুলিশের কাছে অভিযোগ করেন, ওই গুরু তাকে গত ৭ই আগস্ট ধর্ষণ করে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রাজস্থান রাজ্যের আলওয়ার গ্রামে এই গুরুর আশ্রমে আইন পড়ুয়া ওই ছাত্রীটিকে ধর্ষণ করা হয়েছিলো। ধর্ষণের এই অভিযোগ প্রমাণিত হলে স্বঘোষিত এই ধর্মগুরুর ১০ বছরের সাজা হতে পারে। এই ব্যক্তিও নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন। গুরমিত রাম রহিমের ২০ বছরের জেল হওয়ার কয়েকদিনের মধ্যে একই অভিযোগে এই ধর্মগুরুকে পুলিশ গ্রেফতার করলো।

ছাত্রীটি জানায়, তার পিতার অনুরোধে কিছু অর্থ দান করার উদ্দেশ্যে মহারাজের আশ্রমে গিয়েছিলেন।  সেখানে তাকে রাত্রিযাপন করতে অনুরোধ করা হয়। ওই রাতেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।  তিনি যাতে এই বিষয়ে কাউকে না জানান সেজন্যে তাকে সতর্ক করে দেওয়া হয়েছিলো। রাম রহিম সিং এর সাজা হওয়ার পর তিনি এবিষয়ে পুলিশকে অবহিত করার ব্যাপারে সাহস পান বলে জানান ওই ছাত্রী।

মহারাজেরও ভারতে ও দেশের বাইরে প্রচুর অনুসারী রয়েছে বলে জানা গেছে। অভিযোগকারির পরিবারটিও ফলাহারী মহারাজের অনুসারী এবং বিভিন্ন সময়ে তারা এই ধর্মগুরুর আশ্রমে অর্থ দান করেছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজস্থান রাজ্যের আলওয়ার গ্রামে এই গুরুর আশ্রমে আইন পড়ুয়া ওই ছাত্রীটিকে ধর্ষণ করা হয়েছিলো। ধর্ষণের এই অভিযোগ প্রমাণিত হলে স্বঘোষিত এই ধর্মগুরুর ১০ বছরের সাজা হতে পারে। এই ব্যক্তিও নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন। গুরমিত রাম রহিমের ২০ বছরের জেল হওয়ার কয়েকদিনের মধ্যে একই অভিযোগে এই ধর্মগুরুকে পুলিশ গ্রেফতার করলো।

উল্লেখ্য, রাম রহিম সিং এর সাজা হওয়ার উত্তর সহিংস বিক্ষোভকালে ৩৮ জন নিহত হয়। এই ঘটনায় ২০০০ এরও বেশি লোককে গ্রেফতার করা হয়।

সূত্র: বিবিসি।

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি