ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

ভারত থেকে অনুপ্রবেশ, মহেশপুর সীমান্তে আটক ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

জেলার মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারীসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে আটজন নারী ও নয়জন পুরুষ।  
 
মহেশপুর খালিশপুর  ৫৮ বর্ডার গার্ড বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে সাতজনকে আটক করে বিজিবি। তারা সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।  

দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপির পৃথক অভিযানে জিনজিরাপাড়া থেকে ছয়জনকে আটক করা হয়। খোসালপুর বিওপির আরেক অভিযানে আরও চারজনকে আটক করা হয়।  

আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি সাজ্জাদুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি