ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ: সিইসি
প্রকাশিত : ১২:১১, ২৫ নভেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা আশা করি সবাই মিলে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থার উদ্দেশে নাসির উদ্দিন বলেন, আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব।
সিইসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে, তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমি সবসময় বলছি আমার সিসি ক্যামেরা হলো অবজারভার, আমার সিসি ক্যামেরা হলো আমার সাংবাদিক ভাই-বোনেরা। তারা যদি সত্যিকারভাবে চোখ রাখেন, তাহলে দেখবেন কেউ অনিয়ম করতে সাহস করবে না।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন।
সিইসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে, তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










