ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ভিড় লেগে আছে বিপণিবিতানের শিশু কর্ণারে

প্রকাশিত : ১৮:১৭, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:১৭, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

যে কোনো উৎসবকে ঘিরে শিশুদের আনন্দ বরাবরই একটু বেশি। তাই ঈদে নতুন ডিজাইনের বাহারি পোশাক কিনতে ভিড় লেগে আছে চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতানের শিশু কর্ণারে। শিশুদের পছন্দের কথা মাথায় দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশী জমকালো পোশাকে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ঈদকে সামনে রেখে নকশা ও কাটিংয়ে নানান বৈচিত্র্য নিয়ে শিশুদের রঙিন পোশাক এনেছে বিভিন্ন শপিং সেন্টার। আর বাবা, মা’রাও চান ঈদে সবচেয়ে সুন্দর পোশাকটি শিশুদের জন্য কিনতে। তাই নিজেদের জন্য কেনাকাটা শুরুর বেশ আগেই সেরে ফেলতে চান শিশুদের কেনাকাটা। বড়দের মত শিশুদের পোশাকেও দেখা গেছে ভারতীয় পোশাকের প্রভাব। এবার মার্কেটে মেয়ে শিশুদের জন্য ফ্লোর টাচ, আকর্ষনীয় ডিজাইনের লং কামিজ, গাউন ধাচের পোশাক, তুর্কি সিরিয়াল সোলতানের নামকরণে পোশাক যেমন এসেছে তেমনি ছেলে শিশুদের জন্যও এসেছে এসেছে প্রিন্স কোট, পাঞ্জাবি আর কুর্তির বাহারি কালেকশন। মা-বাবার হাত ধরে মার্কেটে আসা শিশুরা নিজেরাই বেছে নিচ্ছেন তাদের পছন্দের পোশাকটি। ক্রেতাদের ভাল চাহিদা ও আশানুরূপ বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। শিশুদের নানা ডিজাইনের এসব পোশাক গুণগত মান ভেদে তিন হাজার থেকে বারো হাজার টাকায় পাওয়া যাচ্ছে নগরীর বিভিন্ন শপিং মলে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি