ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ভুল ট্রেনে উঠে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৫, ২৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

এবার ভুল ট্রেনে উঠে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে রেল পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুক্রবার মাঝরাতে গণধর্ষণের শিকার ওই নারী শনিবার দুপুরে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। 

এরই মধ্যে ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে এক যুবতি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাছিরনগর যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠে। কিন্তু ভুল করে ওই যুবতি উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠে। ভুল ট্রেনে ওঠার বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ওই যুবতী। স্টেশনে নেমে বিষয়টি জিআরপি পুলিশকে জানান। জিআর পুলিশ দুলাল নামে এক সিএনজি চালককে যুবতিকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলেন। 

এই সুযোগে দুলাল যুবতিকে ফুসলিয়ে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে দুলাল। পরে অপর দুজন রুপু মিয়ার বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে রেখে যায়। 

ধর্ষণের বিষয়টি জিআর পুলিশকে জানালে তারা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়াকে (২৭) গ্রেপ্তার করে। 

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয়রা।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি