ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ভেনিজুয়েলা সরকার ও বিরোধীদের মধ্যে পুনরায় আলোচনা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভেনিজুয়েলার সরকার ও বিরোধীদের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। আলোচনার টেবিলে ফিরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিদ্বন্দ্বিরা অবরোধ তুলে নেয়ার বিনিময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মেক্সিকো সিটিতে এই আলোচনা শুরু হয়। মাদুরোর গত আট বছরের শাসনামলে দেশটিতে যে রাজনৈতিক সংকট চলছে তার অবসানই এ আলোচনার লক্ষ্য।

ভেনিজুয়েলার প্রধান বিরোধী জোট চলতি সপ্তাহে তিনবছর ধরে তারা যে নির্বাচন বয়কট করে আসছে তার অবসানের ঘোষণা দিয়েছে। তারা বলেছে, নভেম্বরে মেয়র ও গভর্ণর নির্বাচনে অংশ নেবে বিরোধী জোট। নরওয়ের মধ্যস্থতায় গত মাসে মেক্সিকো সিটিতে আলোচনার পর বিরোধী জোট এ ঘোষণা দেয়।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিরোধী নেতা জুয়ান গুয়াইদো বলেছেন, আমাদের লক্ষ্য একটি অবাধ ও নিরপেক্ষ প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সংকট দূর করা।

উল্লেখ্য, অবরোধ শিথিল, রাজনৈতিক অধিকার এবং নির্বাচনের গ্যারিন্টিসহ সাত দফা নিয়ে আলোচনা হচ্ছে।
কোন সমঝোতা ছাড়াই শুক্রবারের আলোচনা শেষ হয়। এই আলোচনা আগামী সোমবার পর্যন্ত চলবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি