ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

মঙ্গোলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:০৯, ১৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:০৯, ১৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন, আসেমে যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সকালে রওনা দেয়ার সময় মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। শুক্রবার তিনি এশিয়া-ইউরোপের ৫১টি দেশ ও দু’টি আঞ্চলিক সংস্থার ফোরাম, আসেমের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ঐদিনই সুইস প্রেসিডেন্ট, রাশিয়ার প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর, ইতালির পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি আঞ্চলিক সংস্থার প্রধানদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান <ংঃৎড়হম>সন্ধ্যায় চেঙ্গিস খান বিমানবন্দরে পৌঁছাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি