ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মনামীর সম্পর্ক রহস্য, কী লুকাচ্ছেন নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পরনে হলুদ ট্র্যাকপ্যান্ট। সাদা স্নিকার্স। মাথায় টুপি আর মোটা জ্যাকেট। এমনই এক লুকে ধরা দিলেন অভিনেত্রী মনামী ঘোষ। 

বিমানবন্দরের করিডরে একের পর এক ছবি নায়িকার। দেখেই বোঝা যাচ্ছে, শীত পড়তে না পড়তেই নায়িকার বেড়ুবেড়ু মন।

নিজের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে মনামী লেখেন, ‘এই ডিসেম্বরে বিমানবন্দরের সঙ্গেই সম্পর্কে জড়াতে চলেছি।’ 

কোথায় চললেন সুন্দরী? এই প্রশ্নে মনামী বলেন, ‘আপাতত গোপনই রাখতে চাই কোথায় যাচ্ছি। সকলেই জানতেই পারবেন খুব তাড়াতাড়ি।’

প্রসঙ্গত, অভিনেত্রী যে ঘুরতে প্রচণ্ড ভালবাসেন, তা তো নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়। কখনও পাহাড় তো কখনও আবার সমুদ্রসৈকতে ভ্রমণের ছবি দেখেছেন দর্শক। তবে এ বার কোথায় চললেন বোঝা যাচ্ছে না। 

এই মুহূর্তে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে বিচারকের আসনে তাকে দেখছেন দর্শক। যত দূর সম্ভব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শোয়ের শুটিং। আপাতত নতুন ভাবে নায়িকাকে দেখার অপেক্ষায় তার দর্শক।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি