ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে পৈত্রিক ভিটায় স্মরণসভা

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৬, ১৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবস উপলক্ষ্যে পাবনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের গোপালপুর হেমসাগর লেনের সুচিত্রা সেনের পৈত্রিক ভিটায় ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের রাজশাহীস্থ সহকারী হাই-কমিশনার মনোজ কুমার। 
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই-কমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান,শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। 

আবৃত্তি শিল্পী আসাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নরেশ মধু, আওয়ামী লীগ নেতা বিজয় ভূষন রায়, পরিষদের সহসভাপতি, সিনিয়র সাংবাদিক আখতারুজ্জামান আখতার, কৃষিবিদ জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সম্পাদক দেওয়ান মাজহারুল ইসলাম, নারী নেত্রী পূর্ণিমা ইসলাম, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মী মাযহারুল ইসলাম, পরিষদের দপ্তর সম্পাদক শিশির ইসলাম প্রমুখ। 

স্মরন সভা শেষে ভারতীয় সহকারী হাই-কমিশনার মনোজ কুমার সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা ও পৈতৃক বসতভিটা ঘুরে ঘুরে দেখে পরিদর্শণ বহিতে স্বাক্ষর করেন। এরপর তিনি পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শেষে শহরের হেমায়েতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শণ করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি