ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

মাদক ব্যবসায় পুলিশ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা [ভিডিও]  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।

সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। জানান- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ধরে চলছে অভিযান।       

বৃহস্পতিবার খুলশিতে ডিআইজি সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় অংশ নেন বিভিন্ন জেলার পুলিশ সুপার ও সিনিয়র কর্মকর্তারা। মূল এজেন্ডা মাদকবিরোধী অভিযান।    

এতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন- নৌরুট দিয়ে মাদক পাচার হওয়ায়, তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।     

মাদক কারবারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান এই কর্মকর্তা।   

মাদক নির্মূলে অভিযানের পাশাপাশি, সামাজিক সচেতনতা বাড়ানোর কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।      

ভিডিও: 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি