ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২১ অক্টোবর ২০২০ | আপডেট: ০৮:৫৩, ২১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

করোনার কারণে বন্ধ থাকা সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা নিয়ে সরকারি সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানাবেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণ রোধে গত ১৬ মার্চ থেকে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এর পরিবর্তে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি