ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪, আহত ৪

প্রকাশিত : ১৭:৩৪, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৩৪, ১৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। শুক্রবার সকালে ঢাকা- আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার তরা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সাথে আরিচাগামী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেফালী বেগম নামে একজন মারা যান। আহত ৭ জনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুন্নু হাসপাতালে নেয়ার পর শেফালি বেগমের মেয়ে নারগিস আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে, মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর পরাণ রাজবংশী ও মিজানুর রহমান নামে আরো দু’জনের মৃত্যু হয়। পুলিশ বাস ও পিকআপ জব্দ করলেও, চালকরা পালিয়ে গেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি