ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

মার্কিন ফাস্ট লেডির নির্বাচনী প্রচারণা সফর বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

‘দীর্ঘস্থায়ী কাশি’ থাকায় এখনো অসুস্থ বোধ করছেন মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আর এ জন্য গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা সফর বাতিল করেছেন তিনি। তার মুখপাত্র স্টিফানি গ্রিশাম একথা জানান। 

গ্রিশাম সিএনএন’কে বলেন, ‘মেলানিয়া কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের পর থেকে প্রতিদিন ভাল অনুভব করছেন। তবে দীর্ঘস্থায়ী কাশি থাকায় তিনি আজ নির্বাচনী সফর করবেন না।’

মার্কিন র্ফাস্ট লেডির পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিগত কয়েক মাসের মধ্যে মঙ্গলবার রাতে প্রথম পেনসিলভানিয়ার ইরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল।

প্রসঙ্গত, ট্রাম্প এবং মেলানিয়া উভয়ই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

তবে গত সপ্তাহে হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেয়া এক বিবৃবিতে মেলানিয়া বলেন, ‘আমার করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং আশা করছি ‘আমার দায়িত্ব আমি খুব দ্রুত ফের পালন করা শুরু করতে পারবো।’
সূত্র : সিনহুয়া, সিএনএন
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি