ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা আল-সুলতান আবদুল্লাহ।

আজ শুক্রবার মালয়েশিয়ার রাজপ্রাসাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসমাইল সাবরির আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা। তিনি দেশটির সংসদের ২২২ জন সদস্যের মধ্যে ১১৪ জনের সমর্থন পেয়েছেন বলে জানিয়েছে প্রাসাদ সূত্র।

ইসমাইল সাবরি দেশটির সর্বশেষ প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হবেন। মহিউদ্দিন গত সোমবার পদত্যাগ করেছিলেন।

প্রাসাদের দেওয়া বিবৃতিতে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক সংকট শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি