ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে অটো ট্রেডের চুক্তি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বেসরকারী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে গাড়ি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অটো ট্রেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১ অক্টোবর) গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়।  

চুক্তি অনুযায়ী, ব্যাংকের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত গাড়ি সেবায় মিলবে অটো ট্রেডের বিশেষ মূল্য ছাড়।   

অনুষ্ঠানে অটো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া অনুষ্ঠানে অটো ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রুহুল হক, পরিচালক (অপারেশন) হাসান তাওফিক অনীক এবং হেড অব বিজনেস মোঃ রিয়াজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি