ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৪৪, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

‘কারো সাথে বৈরিতা নয়, বিশ্ব শান্তি রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ’ সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় খাদ্য উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি সতর্ক ও মিতব্যয়ী হবারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্ট, পদাতিক ডিভিশন ও স্কুল অব ইনফ্যান্ট্রিসহ ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিট ও সংস্থা প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আনুষ্ঠানিকতা শেষে দিক নির্দেশনামূলক বক্তব্যে, জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী দেশের সম্পদ ও মানুষের ভরসা। বিশ্বাসের প্রতীক। আর সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস যদি স্থাপন করতে না পারে তাহলে কখনও তারা কোনও বিজয় অর্জন করতে পারে না। তাই আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক-ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ ও মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

সংবিধান সমুন্নত রাখতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারো সাথে বৈরিতা নয়’ নীতি বাস্তবায়নের তাগিদ দেন কন্যা শেখ হাসিনা। 

শেখ হাসিনা বলেন, আমরা চাই শান্তি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’। কাজেই আমরা কারও সাথে বৈরিতা চাই না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি। বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠে। 

সময়োপযোগি পদক্ষেপ নেওয়ায় করোনার স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক প্রবাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আমরা সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলে আজকে সেই সমস্যাটা দেখা দিচ্ছে না। কিন্তু এখনও করোনাভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে এই করোনাভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কারণ ইউরোপের সব দেশে আবার নতুন করে দেখা দিচ্ছে। আমাদের এখন থেকেই সবাইকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই সাথে সাথে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। ভবিষ্যৎ সংকট মোকাবেলায় মিতব্যয়ী হবার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। 

সরকার প্রধান বলেন, ঠিক আমাদের যেটুকু নেহায়েত প্রয়োজন, তার বেশি কোন পয়সা এখন খরচা করা চলবে না।

 

এএইচ/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি