ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মিরাজের পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৪, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৪, ২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে খুলনা জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হযেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।  প্রধানমন্ত্রীর এ নির্দেশনা ইতোমধ্যেই খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচীব আবুল কালাম আজাদ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে একাই ১২ উইকেট নেন খুলনায় এ অলরাউন্ডার। দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বমোট ১৯ উইকেট দখলে নেন মিরাজ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি