ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে

প্রকাশিত : ১৯:২৬, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৯:২৬, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। সেমাবার সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক এ তথ্য জানিয়ে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে প্রিজনভ্যানে করে মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাকে কনডেম সেলে রাখা হয়েছে। ১৯৭১ সালের আলবদর বাহিনীর নেতা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম রোববার ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি