ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মুন্সীগঞ্জে অজ্ঞাত ২ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকালে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ২৫ বছর বয়সি) লাশ উদ্ধার করে পুলিশ।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, শার্ট-প্যান্ট পরিহিত যুবকের পা ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আজ বেলা ১১টার দিকে নয়াগাঁও এলাকায় শহররক্ষা বাঁধ সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি