ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:৫৯, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. রিফাত (৩০) ও মো. রাসেল (২২)।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিফাত উপজেলার পূর্ব বাঘড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং রাসেল জগন্নাথপুর গ্রামের শেখ কাসেমের ছেলে।

এস এম আলমগীর হোসেন জানান, সড়কের পাশের একটি বাড়িতে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। সড়কের পাশের খুঁটি থেকে বৈদ্যুতিক লাইন থাই গ্লাসের সঙ্গে সংযুক্ত হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানায় নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি