ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাস্টিটের নির্যাতনের চিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে মেট্রোরেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলের সমালোচিত সব ঘটনা স্থান পাচ্ছে তাতে। 

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো রেলস্টেশন থেকে ফার্মগেটের দিকে সড়কপথে গেলেই দেখা মিলবে এসব চিত্রকর্মের। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে মেট্রোরেলের পিলারে পিলারে গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হচ্ছে।

৫ আগস্টের আগেই কাজ শেষ করতে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী সরকারের নিপীড়ন-নির্যাতনের চিত্র আঁকছেন চারুশিল্পীরা।

এতে স্থান পেয়েছে কারাগারে রুদ্ধ খালেদা জিয়া, ২৪ এর অভ্যুত্থান, কোটা সংস্কার বা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন, আলোচিত তনু কিংবা সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যা কিংবা ইলিয়াস আলীর গুম, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। বাদ পড়েনি আওয়ামী সরকারের নিপীড়ন-নির্যাতনের কোনো চিত্রই।

প্রত্যেক পিলারের এক পাশে সাল ও শিরোনাম, বাকি তিন পাশে সে বছরের তিনটি আলোচিত ঘটনা চিত্রায়িত হচ্ছে। 

এসব চিত্রকর্ম তৈরিতে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেট্রোরেলের এসব পিলারের পাশাপাশি রাজধানীর যেখানে-সেখানে পোস্টার না লাগাতে রাজনৈতিক দলসহ নগরবাসীকে অনুরোধ ডিএনসিসি প্রশাসকের।

জানা গেছে, কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম পর্বের কাজ শেষে বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত আঁকা হবে এই গ্রাফিতি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে চলছে 'ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম' গ্রাফিতি অঙ্কন। উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলা হয়েছে।

এ ছাড়াও গণঅভ্যুত্থানকে স্মরণে রাখতে মাসজুড়ে থাকছে আরো নানা আয়োজন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি