মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
প্রকাশিত : ১৮:২৪, ২৬ এপ্রিল ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারছেন না।
এদিকে মেট্রো চলাচল বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়েন যাত্রীরা। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। পরে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্টেশনের দায়িত্বরতরা জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগে হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।
এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পাওয়ার ট্রিপের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দ্রুত সমস্যার সমাধান করে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।
এমবি//
আরও পড়ুন