ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মেডিকেল ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে সহায়তা করলো এসবিএসি ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট এমএজি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী সজীব বাড়ৈর কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক।

এ সময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসইভিপি মো. কামাল উদ্দিন, সিএফও মো. মাসুদুর রহমান ও কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী এবং শিক্ষার্থীর বাবা সুধীর বাড়ৈ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সজীব বাড়ৈ চলতি বছরে মেডেকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু পেশায় দর্জি বাবার পক্ষে ভর্তি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না, এই মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এসবিএসি ব্যাংক এ শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি