ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

মোদি ও জনগণকে অভিনন্দন জানালেন রাহুল

প্রকাশিত : ১৯:৫৮, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আশা করবো, তিনি (নরেন্দ্র মোদি) অমেঠীর মানুষের দেখভাল করবেন। অমেঠীতে স্মৃতি ইরানি জিতেছেন, তাকে আমি অভিনন্দন জানাই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বলব, আমি তাদের সবার পাশে রয়েছি। দেশে অনেক মানুষই রয়েছেন, যারা কংগ্রেসকে চান। আমি আমার দেশের মানুষকে স্বাগত জানাই, শ্রদ্ধা করি।
আমাদের দু’টো দলের ভাবনা ও মতাদর্শ আলাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে ধন্যবাদ জানাই।

কংগ্রেসের একনিষ্ঠ যে কর্মীরা ভোটের সময় দলের জন্য প্রাণ দিয়ে কাজ করেছেন, তাদের শুভেচ্ছা জানাই। আম জনতা স্পষ্ট মতামত জানিয়েছে, সেই রায়কে স্বাগত জানাই।

বিজেপির বিজয়ের পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছেন। এখন নরেন্দ্র মোদি ও বিজেপির নেতাকর্মীরা সেই দেশে বিজয়ের আনন্দে ভাসছেন। আর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সংবাদ সম্মেলন করে এই বার্তাগুলো দিলেন।

তথ্যসূত্র: আনন্দবাজার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি