ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মৌলভীবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাহিম মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জনি মিয়া (২৩) নামে আরেকজন। মৌলভীবাজার মডেল থানার এ উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার জগন্নাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিম মিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া গ্রামের সুন্দর মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে রাহিম ও জনি বাড়িতে আসার পথে জগন্নাথপু্র এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাহিমকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি