ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে অস্ত্রের গোপান কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহ শহরে একটি অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের নাসিরাবাদ কলেজ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‍্যাব-১৪। আটককৃতরা হলেন হাবিব (২৫) ও সোহেল (২২)।

র‍্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ির একটি কক্ষের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে সাতটি গুলি, চারটি পিস্তল, আটটি উন্নত চাকু, তিনটি প্লাস, চারটি হাতুড়ি, চারটি ম্যাগাজিন, একটি চায়নিজ কুড়াল, দুটি ড্রিল মেশিন, শাইন, কাটার, একটি বাইশ এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়েছে। তবে বাড়ির মালিকের ছেলে নুরুদ্দিন পালিয়ে গেছে।

এর সঙ্গে জঙ্গি সংগঠনের কোনো সম্পৃক্ততা আছে কি না, সে সম্পর্কে নিশ্চিত নয় র‍্যাব। র‍্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম বলেছেন, আটকদের জিজ্ঞাসাবাদে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে বলে জানান তিনি।

 

একে/এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি