ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১১ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে ট্রেন থামানো হয়। 

এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি