ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ (৩১৯.৪৮ গ্রাম) ওসমান গনি (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ওসমান গণি যশোর কোতয়ালি থানার মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মন্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) সকাল সাতটার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল কোতয়ালি থানার যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ঐ যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩১৯ দশমিক ৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, দুইটি মোবাইল ফোন ও একটি হেডফোন উদ্ধার করা হয়। 

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরও জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেন। তিনি স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি