ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

যশোরে ককটেল বোমাসহ ২জন গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫১, ৫ এপ্রিল ২০২২ | আপডেট: ২১:৫৩, ৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি ককটেলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে শার্শার উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মাছের ঘেরের একটি রুম থেকে বোমাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মোল্লার ছেলে ওমেদ আলী মোল্লা (৪০) ও আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শার্শা থানার উলাশি এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা সৃষ্টির লক্ষে ককটেল মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মাছের ঘেরে অভিযান চালিয়ে তিনটি তাজা ককটেল, নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি