ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

যশোরে গুলিতে আহত ২ শিবির নেতা আটক

প্রকাশিত : ১৫:১৯, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৯, ৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

যশোরে পুলিশের গুলিতে আহত দুই শিবির নেতাকে আটক করা হয়েছে। তারা হলো- সদর উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিন। তারা যশোর সরকারি এমএম কলেজের প্রথম বর্ষের ছাত্র। পুলিশ জানায়, চৌগাছা-মহেশপুর সড়কে দু’টি মোটর সাইকেলকে টহল পুলিশ থামার সংকেত দিলে একটির আরোহীরা রামদা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এ’সময় পুলিশ পাল্টা গুলি করলে দু’জন আহত হয়। অপর মোটর সাইকেলের তিন আরোহী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক এবং একটি রাম দা, দুটি বোমা ও ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি