ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

যশোরে দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের শঙ্করপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লু পারভেজ নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশের দাবি, সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছেন। নিহত বিল্লু পারভেজ শঙ্করপুর জোমাদ্দার পাড়ার আব্দুর রশিদের ছেলে।
যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শঙ্করপুরে গোলাগুলি চলছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর সেখান থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিহতের লাশ সনাক্ত করেন তার মামা মুকুল হোসেন।

তিনি জানান, বুধবার রাতে খুলনার ভাড়া বাসা থেকে পারভেজকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ তাকে আটকের কথা স্বীকার করছিল না।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি