ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

যশোরে দুর্বৃত্তের গুলিতে এনজিও কর্মকর্তা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:২১, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যশোরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার এক এনজিও কর্মকর্তা নিহত হ‌য়ে‌ছেন। গত রাত সাড়ে ৯টার দিকে উপশহর সি ব্লক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম কুদ্দুস ভিকু (৫০)।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কে এম আজমল হুদা বলেন, উপশহর সি ব্লক এলাকায় এক এনজিও কর্মকর্তা খুনের ঘটনা জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। জড়িতদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

এলাকাবাসী জানান, গোলাম কুদ্দুস বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এসময় এলাকায় আতঙ্ক ছড়াতে দুটি হাত বোমা বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/টিআর / এআর

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি