ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

যাত্রী সংকটে ১৫টি হজ ফ্লাইট বাতিল : মেনন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

হজ এজেন্সির মোয়াল্লেম ফি বৃদ্ধি ভিসা জটিলতার কারণে পর্যাপ্ত হজযাত্রী পাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি এয়ারলাইনসযাত্রী সংকটে পর্যন্ত বিমান বাংলাদেশের ১২টি সৌদি এয়ারলাইন্সের তিনটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

বুধবার সচিবালয়ে হজযাত্রী পরিবহন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় আরও বলেন, এসব হজ ফ্লাইট বাতিলে বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ৫ হাজার ৩৮০ জন। আর সৌদিয়া এয়ারলাইন্সের লস হয়েছে এক হাজার ২০০ জন।

তিনি বলেন, এই লস হতে পারে ধারণা করে বিমান অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আজ কালকের মধ্যে যদি এ সমস্যার সমাধান না হয়, তখন এটা একটা সমস্যা হিসেবে দাঁড়াবে।

মেনন বলেন, বাংলাদেশ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ প্রশংসা অর্জন করেছে। তাই আমরা চাই না কোনো ধরনের সংকট সৃষ্টি হোক। কিন্তু এ বছর কতগুলো ঘটনা ঘটে গেছে।

তিনি আরও বলেন, হজের সমস্যা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা হয়েছে। সভার আলোচার বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল সৌদি সরকারের মোয়াল্লেম ফি বাড়ানো। যেখানে পূর্বে ১২শ’ রিয়াল ছিলো সেখানে এবার ১৫শ’ রিয়াল করা হয়েছে। এ সমস্যা ৯১টি এজেন্সির ছিলো। তবে এটা বর্তমানে অনেকটা কেটে গেছে।

এছাড়া সৌদি সরকার ঘোষণা করেছে, ২০১৫ ও ২০১৬ সালে যারা হজ করেছেন তাদের দুইশ রিয়াল অতিরিক্ত দিতে হবে এবার। এ সমস্যার করণে সাত হাজার হাজির সমস্যা হবে। তবে মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে ১৭ হাজার হাজির সমস্যা হবে।

এসময় তিনি জানান, আজ সৌদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে বাড়তি ফি মওকুফ করার সিদ্ধান্ত হতে পারে। আর ফি মওকুফ না হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি বা এসএমএস দিয়ে হাজিদের জানানো হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে সৌদি সরকারের কাছে ফি মওকুফ করার আবেদন করেছি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি