ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে চট্টগ্রাম

প্রকাশিত : ১০:০৪, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:০৪, ২৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ সড়ক। প্রায়শই ঘটছে দুর্ঘটনা, ভাঙ্গছে গাড়ীর যন্ত্রাংশ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এজন্যে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতাকে দুষছেন মেয়র ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। তবে সমস্যা সমাধানে দ্রুত পদেক্ষেপ নেয়ারও আশ্বাস দিয়েছেন তারা। এটি বন্দরনগরী চট্টগ্রামের নিত্য-নৈমত্তিক দৃশ্য। সড়কের ধুলাবালি এখন নগরবাসীর নিত্যসঙ্গী। উঠে গেছে কার্পেটিং, তৈরী হয়েছে খানা-খন্দ। হেলে-দুলে চলছে যানবাহন। বিভিন্ন সড়কের এই দুরাবস্থা দেখেই বোঝা যায় নগরবাসী কতটা আসহায়। অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে সড়কের অবস্থা নাজুক বলে স্বীকার করলেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। এ জন্যে সমন্বয়হীনতাকে দুষলেন তিনি। এদিকে জনদুর্ভোগ কমাতে সংশ্লিস্ট সেবা সংস্থাগুলোর সমন্বয় ও রাস্তার বিভিন্ন যানবাহনের লোড ক্যাপাসিটির বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন চট্টগ্রামের মেয়র। তবে শুধু আশ্বাস না দিয়ে, যান চালাচলের অযোগ্য হয়ে পড়া সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি