ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ২৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৬:২১, ২৬ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একাধিক বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত অর্ধশতাধিক। স্থানীয় সময় বুধবার রাতে লুইস্টন শহরে এসব হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক বন্ধুকধারি শহরের একটি বার এবং ইনডোর গেম জোনসহ বেশ কিছু পাবলিক প্লেসে অতর্কিত হামলা চালায়। এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহে রবার্ট কার্ড নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে শহরজুরে অভিযান চালানো হচ্ছে। সামাজিক মাধ্যমে হামলাকারীর রাইফেল হাতে ছবি প্রকাশ করে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে লুইস্টন পুলিশ। জাতি করে পুলিশ। এদিকে আহতের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুত্বর হওয়ায় মৃতের সংখ্যা আর বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় বৃহস্পতিবার লুইস্টনের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি