ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

যুদ্ধবিরতির মধ্যে চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ৮ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর চীনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে।

এক আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবে চীন থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে ইরান। গত ২৪ জুন যুদ্ধবিরতির পরই এই চালান পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইরান চীনকে তেল দিয়ে মূল্য পরিশোধ করছে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মে মাসে ইরানের ৯০ শতাংশ জ্বালানি রফতানিই গেছে চীনে।

চীন ও ইরানের মধ্যে এই সামরিক সহযোগিতা তাদের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কেরই প্রমাণ। যদিও ইসরাইল-যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের সময় চীন সরাসরি সহায়তা দেয়নি, তবুও এ ধরণের প্রযুক্তিগত সহায়তা আঞ্চলিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এইচকিউ-৯বি একটি চীনা লং রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, যা স্টেলথ যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল ও হাই-স্পিড টার্গেট ধ্বংসে সক্ষম বলে দাবি করা হয়। তবে এটি এখনো বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়নি। চীন ইতিমধ্যেই এই প্রযুক্তি পাকিস্তান ও মিশরের কাছেও রপ্তানি করেছে।

ইরান বর্তমানে রাশিয়ার এস-৩০০ ও নিজস্ব তৈরি বাভার-৩৭৩ ব্যবহার করছে। তবে এসব সিস্টেম যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ জেট প্রতিরোধে কতটা কার্যকর, সে বিষয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে সন্দেহ রয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি